দাসাদি ডিএসআইএস কামিল মাদ্রাসা
রাত ৯:২৮, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
অধ্যক্ষ
যোগদান: ২৬-০৭-১৯৯২
দাসাদী ডি.এস.আই.এস কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসাটি ১৯৫৫ ইং সনে ফুরফুরা শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাও: আবু বকর সিদ্দিক (র:) এর নামে নাম করণ করে বর্তমান গভর্ণিং বডির সম্মানিত সভাপতি মহোদয়ের পিতা মরহুম মৌলভী ফজলুল হক ভূঁইয়া (র:) প্রতিষ্ঠা করেন। মেঘনার কোল ঘেষা পলি বিধৌত দাসাদী, সফরমালী, কল্যাণপুর ইউনিয়নে অত্যন্ত প্রাকৃতিক ও নৈ:সর্গিক মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি অসংখ্য অজস্য জ্ঞানী-গুণি, আলেম-ওলামা, শিক্ষাবিদগন, সরকারী-বেসরকারী ও আপামর জনমানুষের জন্য উল্লেখযোগ্য খেদমতে নিয়োজিত ছিলেন ও আছেন। প্রতিষ্ঠানটি ১৯৬৫ খ্রি: দাখিল, ১৯৬৭ খ্রি: আলিম, ২০০১ খ্রি: ফাযিল এবং ২০১৩ খ্রি: ইসলামি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কামিল (এম.এ) পর্যন্ত উচ্চ শিক্ষার সোপানে উন্নীত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৩ খ্রি: চাঁদপুর সদর উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ২০০৪ খ্রি: বর্তমান অধ্যক্ষ এম. ওমর ফারুকী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন। অত্র প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ খাজা আব্দুল হক (মঞ্জ) ভূঁইয়া সাহেব তার অক্লান্তিক দানশীলতার একক দানে চারতলা বিশিষ্ট ০১ টি একাডেমিক ভবন চারতলা বিশিষ্ট ছাত্রাবাস, দু’তলা বিশিষ্ট খাজা মাইনুদ্দীন চিশতীয়া হেফ্জখানা ও ছাত্রাবাস এবং তিনতলা বিশিষ্ট দাসাদী কেন্দ্রীয় জামে মসজিদ, মাঠ, লেক, পুকুর হাফেজিয়া মাদ্রাসা, দাসাদী মাদ্রাসা বাজারসহ আরও বিভিন্ন স্থাপনা নির্মান করেছেন। উল্লেখ্য যে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডা: দিপু মনি (এম.পি), জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্থানীয় সংশ্লিষ্ট এলাকাবাসীর আন্তরিকতায় প্রতিষ্ঠানটি দিনের পর দিন দেশ ও জাতীয় সেবায় আরও উজ্জল সম্ভাবনা সৃষ্টি করে চলছে। বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষা কেন্দ্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা কেন্দ্র রয়েছে।
আমি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
মায়া মহিম আল্লাহর সমীপে প্রশংসাকূল । ছাহেবে লাওলাক রাহমাতুল্লিল আলামিন, তাঁর আছহাব, আহ্লি বাইত ও আশিকগণের প্রতি অসংখ্য দূরুদ ও সালাম। বিশ^ ব্রম্মমান্ডের মালিক মহান আল্লাহর সৃষ্টির সেরা মানুষের জন্যই সৃষ্টির সব আয়োজন। তার অপার সৃষ্টি থেকে ঐশী শিক্ষার আলোকে যাবতীয় কল্যান আহরন করে তার মাধ্যেমে মানব জাতীর ইহ-পরকালীন বস্তু ও আধ্যাত্মিক কল্যান সাধনই শিক্ষার মূল উদ্দেশ্য। সে মহান লক্ষ্যে প্রাকৃতিক, নৈ:সর্গিক অফুরন্ত ছায়া ঘেরা মায়া ভরা মেঘনার কূল ঘেষা পলি বিবৌধত অত্যন্ত মনোরম পরিবেশে চাঁদপুর সদর উপজেলায় কল্যানপুর ইউনিয়নের দাসাদী গ্রামে বিশিষ্টি দানবীর, শিক্ষা ও ধর্মানুরাগী- আমার স্বর্গীয় পিতা- মৌলভী মো: ফজলুল হক ভূঁইয়া সাহেব ০৭ একর ৬৩ শতাংশ ভূমি দানের মাধ্যমে খাটি আহলে সুন্নাহ্র ভাব ধারায় পীরে তরীকত ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী আল কোরাইশী এর বরকতী নামে ও মাধ্যমে ১৯৫৫ইং সনে প্রতিষ্ঠা করেন দাসাদী ডি.এস.আই.এস মাদ্রাসা। প্রতিষ্ঠানটি ১৯৬৫, ১৯৬৭, ১৯৮৭ ও ২০১৩ খ্রি: যথাক্রমে দাখিল, আলিম, ফাজিল ও কামিল – হাদিস (স্নাতকোত্তর) মানে উন্নীত হয়। ২০০৩, ২০০৪ ও ২০২২ ইং সনে যথাক্রমে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর সনদ লাভ করেন। অতীত যুগান্তরে ও বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ, কর্ম, জীবন, উৎপাদনমুখী শিক্ষা ও বিভিন্ন ভিশন বাস্তবায়নে সৃজনশীল প্রেক্ষাপটে অত্র মাদ্রাসার কৃতি ছাত্র/ছাত্রীগণ দেশ ও জাতীয় পর্যায়ে ঈর্ষণীয় খেদমতে ভূমিকা রাখছে, এবং আল্লাহ্ প্রদত্ত, নবী অলী গণের প্রদর্শিত ঐশী জ্ঞানের আলোকে আগামীতে আরও শুভবার্তা বহন করবে বলে বিশ্বাস করি। শিক্ষা মন্ত্রনালয়, বোর্ড, বিশ^বিদ্যালয়, স্থানীয় প্রসাশন, এলাকাবাসী, গভর্ণিং বডি, শিক্ষক/শিক্ষিকা এবং অত্র প্রতিষ্ঠানে সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছো জ্ঞাপন করছি।
আলহাজ্ব কে.এস এম আব্দুল হক (মঞ্জু) ভূঁইয়া
সভাপতি (গভর্নিং বডি}
সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। পবিত্র মহা গ্রন্থ কুরআন মাজীদের নাজিল কৃত ১ম আয়াত “إقرأ باسم ربك الذى خلق” অর্থার্ৎ রাব্বুল আলামিন বলে, ” পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃস্টি করতেছেন” । ইলামি শিক্ষার গুরুত্ব অগ্রগণ্য সেই উদ্দেশ্যে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দাসাদী ডি.এস.আই.এস কামিল স্নাতকোত্তর (এম.এ) মাদ্রাসা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই জনপদে ইসলামি শিক্ষার পাশাপাশি তথ্য ও প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার আলো বিস্তার করে আসছে। আইসিটি ভিত্তিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে লেখাপড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। রয়েছে জেডিসি, দালিম, আলিম, ফাযিল স্নাতক ও কামিল স্নাতকোত্তর (এম.এ) পাবলিক পরীক্ষায় গৌরবোজ্জ্বল ফলাফল। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শতভাগ সুশিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানটি দক্ষ গভার্ণিং বডির সুনিবিড় ব্যবস্থাপনায়, দক্ষ-অভিজ্ঞ এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র মাদ্রাসার শুভানুধ্যায়ীগণের সার্বিক সহযোগিতা চলমান থাকবে বলে মনে করি। মহান আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমীন।
এম.ওমর ফারুকী
অধ্যক্ষ
যোগদান: ২৬-০৭-১৯৯২